শেরপুরে মাদক বিক্রির অপরাধে ছাত্রলীগ-যুবদল নেতাসহ গ্রেফতার ৩

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২০, ১৬:০৯

বগুড়ার শেরপুরে ভারতীয় তৈরী আমদানি নিষিদ্ধ ৬ বোতল ফেন্সিডিলসহ ছাত্রলীগ-যুবদল নেতাসহ তিনজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। 

গতকাল ২৬ জানুয়ারি রোববার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার শালফা-শৈল্যাপাড়া কাঁচা রাস্তার একটি ব্রিজের ওপর থেকে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের উপ-পুলিশ পরিদর্শক (এসআই) আতিক হোসেন ও এএসআই জামাল উদ্দিনসহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। 

গ্রেফতারকৃত শেরপুর শহরের উলিপুরপাড়ার আব্দুস সালামের ছেলে ও বগুড়া জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সাদ্দাম হোসেন, উপজেলার মির্জাপুর ইউনিয়নের মির্জাপুর গ্রামের মৃত ওবাইদুল ইসলামের ছেলে ও মির্জাপুর ইউনিয়ন যুবদল নেতা রাসেল মাহমুদ এবং অপর সহযোগী শাহ-বন্দেগী ইউনিয়নের রহমতপুর গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে জাহাঙ্গীর হোসেন আমদানি নিষিদ্ধ ফেন্সিডিল বিক্রয়ের জন্য অপেক্ষা করছিল বলে পুলিশ জানায়। 

এ ঘটনায় ভারতীয় তৈরী আমদানি নিষিদ্ধ ফেন্সিডিল বিক্রির অপরাধে থানার এসআই আতিক হোসেন বাদী হয়ে  গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য বিক্রয় আইনে মামলা দায়ের হয়েছে।

এ প্রসঙ্গে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ুন কবীর ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে এবং তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
  
এবিএন/শহিদুলইসলাম/গালিব/জসিম

এই বিভাগের আরো সংবাদ