আজকের শিরোনাম :

বরাইগ্রামে প্রবাসে নিরাপদ কর্মসংস্থান শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২০, ১৪:০২ | আপডেট : ২৭ জানুয়ারি ২০২০, ১৪:০৪

নাটোরের বরাইগ্রামে প্রবাসে নিরাপদ ও দক্ষ কর্মসংস্থান সৃষ্টির জন্য জনসচেতা বৃদ্ধির লক্ষ্যে প্রেসব্রিফিং ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 

“জেনে বুঝে বিদেশ যাই, অর্থ-সম্মান দুটোই পাই” এই প্রতিপাদ্য নিয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রণায়য়ের অর্থায়নে উপজেলা প্রশাসন এর আয়োজন করে।

আজ সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে জনপ্রতিনিধি, কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক ও সুধীজনদের অংশগ্রহণের আয়োজতি সেমিনারে সভাপতিত্বে করেন ইউএনও আনোয়ার পারভেজ। 

বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান সিদ্দিকুর রহমান, বনপাড়া পৌর মেয়র জাকির হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া কলি, টিটিসি নাটোরের অধ্যক্ষ গোলাম নবী, ইন্সট্রাক্টর মাহফুজ হোসেন প্রমূখ।

সেমিনারে বক্তারা বিদেশে শ্রমিক পাঠানোর ক্ষেত্রে কাজের দক্ষদা বৃদ্ধি, ভাষা শিক্ষা, প্রশিক্ষণের ব্যবস্থা, শিক্ষাগত যোগ্যতা, দালালদের দৌরাত্ম্য, প্রচারের মাধ্যমে জনসচেতনতা সৃষ্টি, বিদেশ যাত্রা সহজলভ্য করাসহ বিভিন্ন পরামর্শ প্রদান করেন।

এবিএন/আশরাফুল ইসলাম/গালিব/জসিম
 

এই বিভাগের আরো সংবাদ