আজকের শিরোনাম :

ফরিদপুরে দুস্থ ও অসহায় নারীদের কার্যক্রমে প্রশিক্ষণ প্রকল্পের উদ্বোধন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২০, ১২:৫০

ফরিদপুর ও রাজবাড়ী জেলার বিভিন্ন উপজেলার দুস্থ ও অসহায় নারীদের আয়বর্ধক কার্যক্রমের ওপর প্রশিক্ষণ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

সমাজকল্যাণ মন্ত্রণালয় ও নারী উন্নয়ন ফোরামের অর্থায়নে এবং নারী উন্নয়ন ফোরামের বাস্তবায়নে গতকাল রবিবার দুপুরে সদর উপজেলার পশরা নারী উন্নয়ন ফোরাম প্রশিক্ষণ কেন্দ্রে এ প্রকল্পের উদ্বোধন করেন সমাজসেবা অধিদপ্তরের পরিচালক (প্রতিষ্ঠান) আবু মাসুদ। 

নারী উন্নয়ন ফোরামের চেয়ারপার্সন শওকত হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সারদা সুন্দরী মহিলা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক উম্মে আসমা, ফরিদপুর সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নূরুল হুদা, বিএফ এফ এর নির্বাহী পরিচালক আ ন ম ফজলুল হাদী সাব্বির, নারী উন্নয়ন ফোরামের নির্বাহী পরিচালক আফরোজা সুলতানা, নারী উন্নয়ন ফোরামের প্রকল্প সমন্বয়কারী এ এস এম নাঈমূল চৌধুরী মাসুম। 

উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নারী উন্নয়ন ফোরামের প্রধান প্রশিক্ষক মো. আবু জাফর খান। প্রশিক্ষণে ৩০ জন নারী অংশগ্রহণ করেন।

এবিএন/কে এম রুবেল/গালিব/জসিম

এই বিভাগের আরো সংবাদ