আজকের শিরোনাম :

চিলমারীতে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২০, ১৬:২৯

ন্যাশনাল অ্যাসেসমেন্ট অব সেকেন্ডারি স্টুডেন্টস-২০১৯ (এনএএসএস) এর আওতায় কুড়িগ্রামের চিলমারীতে উপজেলা পর্যায়ের ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার সকাল থেকে দিনব্যাপী উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও মাউশি অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন উইং এর উদ্যোগে অনুষ্ঠিত ন্যাশনাল অ্যাসেসমেন্ট অব সেকেন্ডারি স্টুডেন্টস-২০১৯ এর ওরিয়েন্টেশন কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের এসইডিপি কনসালটেন্ট ড. রমিজ আহমেদ। 

জেলা শিক্ষা কর্মকর্তা মো. শামছুল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. তাহের আলী। 

কর্মশালায় উপজেলার তিনটি কলেজের মোট ৩৪ জন শিক্ষকসহ ১৩টি মাধ্যমিক বিদ্যালয় ও ৪টি মাদ্রাসার ১৭ জন প্রধান শিক্ষক অংশগ্রহণ করেন।

এবিএন/মাহবুব/গালিব/জসিম
 

এই বিভাগের আরো সংবাদ