আজকের শিরোনাম :

পোরশা সীমান্তে নিহত বাংলাদেশির লাশ ৩ দিন পর ফেরত দিল বিএসএফ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২০, ১১:৫৯

নওগাঁর পোরশা উপজেলার নিতপুর সীমান্তে গুলি করে হত্যা করার তিনদিন পর দুই বাংলাদেশির লাশ ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। 

গতকাল শনিবার রাতে পতাকা বৈঠকের মাধ্যমে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে নিহত রণজিৎ কুমার ও কামাল আহমেদ নামের দুই বাংলাদেশির লাশ ফেরত দিয়েছে বিএসএফ। রণজিৎ কুমার পোরশা উপজেলার বিষ্ণুপুর গ্রামের বাসিন্দা এবং কামাল আহমেদ উপজেলার কাঁটাপুকুর গ্রামের বাসিন্দা। 

এর আগে গত বুধবার রাতে উপজেলার দোয়ারপাল সীমান্তের ২৩১ নং পিলার এলাকায় রণজিৎ, কামাল ও মফিজ উদ্দিন নামের তিন বাংলাদেশিকে গুলি করে হত্যা করে বিএসএফ। 

মফিজ উদ্দিনের লাশ সীমান্তের শূন্যরেখা থেকে বাংলাদেশ সীমান্তের প্রায় ২০০ গজ ভেতরে নীলমারী বিল এলাকায় পড়ে ছিল। রণজিৎ ও কামালের লাশ পড়ে ছিল ভারতের অংশে। ওই দুটি লাশ তুলে নিয়ে যায় বিএসএফ। 

এ ঘটনায় গত বৃহস্পতিবার রাতে বিএসএফ-বিজিবি কোম্পানি কমান্ডার পর্যায়ে প্রথম দফা পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে মফিজ উদ্দিনের লাশ ফেরত দেয় বিজিবি। কিন্তু সীমান্তের ওপারে নিহত দুই বাংলাদেশির লাশ ফেরত দিতে রাজি হয়নি বিএসএফ। হত্যার তিনদিন পর গতকাল শনিবার রাতে দ্বিতীয় দফায় পতাকা বৈঠক শেষে লাশ দুটি বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ। লাশ দুটি পাওয়ার পর পোরশা থানা পুলিশের নিকট হস্তান্তর করে বিজিবি। থানা পুলিশ আজ রবিবার লাশ দুটি মর্গে পাঠিয়েছেন।

বিএসএফের কাছ থেকে লাশ দুটি পাওয়ার পর পোরশা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান পোরশা সীমান্তের হাঁপানিয়া ক্যাম্পের নায়েক সুবেদার মোখলেছুর রহমান।

এ ব্যাপারে পোরশা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর ইসলাম বলেন, মর্গের কাছ শেষ করে লাশটি তাদের পরিবারের নিকট হস্তান্তর করা হবে। 

এবিএন/ডিএম রাশেদ/গালিব/জসিম

এই বিভাগের আরো সংবাদ