আজকের শিরোনাম :

জলঢাকায় ফলদ বৃক্ষ মেলা উদ্বোধন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ জুলাই ২০১৮, ১৫:১৭

জলঢাকা (নীলফামারী), ০২ জুলাই, এবিনিউজ : অপ্রতিরোধ্য দেশের অগ্রযাত্রায় ফলের পুষ্টি দেবে দেশের নতুন মাত্রা এই শ্লোগানকে সামনে রেখে নীলফামারীর জলঢাকায় উপজেলা কৃষি স¤প্রসারণ অধিদফতরের উদ্যোগে আজ সোমবার দুপুরে উপজেলা ক্যাম্পাসে দুই দিন ব্যাপি ফলদ ও বৃক্ষ মেলা উদ্বোধন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ অধ্যাপক গোলাম মোস্তফা।

এ উপলক্ষে উপজেলা হলরুমে আয়োজিত এক আলোচনা সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার রায়ের সভাপতিত্ব অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন নীলফামারী কৃষি অধিদফতর উপ পরিচালক আবুল কালাম আযাদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জহির ইনাম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান রিভা আমজাদ, উপজেলা কৃষি কর্মকর্তা শাহ মাহফুজুল হক  স্বাস্থ্য কর্মকর্তা এ জেড সিদ্দিকী, রাবেয়া চৌধুরী মহিলা কলেজের অধ্যক্ষ বিবেকান্দ মহন্ত প্রমুখ।

সভায় বক্তারা গাছ লাগিয়ে পরিবেশ বাঁচানোর মাধ্যমে দেশীয় ফলের বিভিন্ন দিক নিয়ে বক্তব্য রাখেন।

এবিএন/হাসানুজ্জামান সিদ্দিকী হাসান/জসিম/এমসি

এই বিভাগের আরো সংবাদ