আজকের শিরোনাম :

পাইকগাছায় সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের সম্মেলন অনুষ্ঠিত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২০, ১২:৫৮

খুলনার পাইকগাছায় মৌচাক সাহিত্য ও সাংস্কৃতিক সংসদ এর ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 

গতকাল শুক্রবার দিনব্যাপী  বঙ্গবন্ধু চত্ত্বরে কবি ও প্রাবন্ধিক নলিনী কান্ত সানা এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাইকগাছা-কয়রার সংসদ সদস্য আলহাজ মো. আক্তারুজ্জামান বাবু। 

প্রধান আলোচক ছিলেন সরকারি বিএল কলেজের বাংলা বিভাগের প্রাক্তণ বিভাগীয় প্রধান প্রফেসর আব্দুল মান্নান, বিশেষ অতিথি ছিলেন ওসি মো. এমদাদুল হক শেখ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি আনোয়ার ইকবাল মন্টু, দি রাইজিং সান প্রি-ক্যাডেট ও জুনিয়র হাইস্কুলের প্রতিষ্ঠাতা শেখ মো. জালাল উদ্দীন, মাসিক নতুন তারার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সাইফুল মিনা, সরকারি বটিয়াঘাটা কলেজের প্রভাষক সেবক বিশ্বাস, খগেন্দ্রনাথ কলেজের অধ্যাপক অজয় রায়, পাইকগাছা প্রেসক্লাবের সভাপতি ও পাক্ষিকগণ মিছিল পত্রিকার সম্পাদক অ্যাড. এফএমএ রাজ্জাক, ফসিয়ার রহমান মহিলা কলেজের অধ্যক্ষ মো. রবিউল ইসলাম, কবি সৌহার্দ সিরাজ, বাগেরহাটের সহকারী শিক্ষা অফিসার মো. রবিউল ইসলাম, কবি আলী সোহরাব। 

মৌচাক সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের প্রতিষ্ঠাতা কবি পঞ্চানন মল্লিক এর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন যুবলীগ নেতা এমএম আজিজুল হাকিম, মো. আকরামুল ইসলাম, কেডি বাবু, ইদ্রিসুর রহমান, ছাত্রলীগের পৌর কমিটির সম্পাদক রায়হান পারভেজ রনি। 

এবিএন/তৃপ্তি রঞ্জন সেন/গালিব/জসিম
 

এই বিভাগের আরো সংবাদ