আজকের শিরোনাম :

লক্ষ্মীপুরে কারাবন্দিদের মাঝে বালিশ বিতরণ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২০, ১১:০২

লক্ষ্মীপুরে ৬’শ ২৬ কারাবন্দির মাঝে বালিশ বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার বন্দিদের মাঝে বালিশগুলো বিতরণ করা হয়। 

এ সময় উপস্থিত ছিলেন জেল সুপার ফণী ভূষণ দেবনাথ, জেলার শাহ আলম ও ডেপুটি জেলার তোফায়েল আহমেদ খান।

কারাগার প্রশাসন জানায়, বন্দিদের রাত যাপনের জন্য বালিশ ছিলো না। কম্বল বা কাঁথা ভাঁজ করে বালিশ হিসেবে ব্যবহার করতো। সরকারের পক্ষ থেকে দেশের সকল কারাগারের বন্দিদের জন্য বালিশের ব্যবস্থা করা হয়। 

লক্ষ্মীপুর কারাগারের জন্য ৭০০ বালিশ বরাদ্দ দিয়েছে সরকার। কারাগারে থাকা ৬২৬ বন্দিকে বালিশ দেওয়া হয়েছে। জামিন কিংবা সাজা শেষে তারা বালিশগুলো জমা দিয়ে যাবে।

লক্ষ্মীপুর কারাগারের জেলার শাহ আলম বলেন, বালিশ ছাড়া বন্দিদের ঘুমাতে কষ্ট হত। সরকারি উদ্যাগে ৬২৬ বন্দিকে বালিশ দেয়া হয়। বাকি বালিশগুলো মজুদ রাখা হয়েছে। বন্দি বাড়লে সেখান থেকে দেয়া হবে।

এবিএন/অ আ আবীর আকাশ/গালিব/জসিম 

এই বিভাগের আরো সংবাদ