আজকের শিরোনাম :

কাপাসিয়ায় শাহজাহান স্মৃতি ফাউন্ডেশনের মেধাবৃত্তি ফল প্রকাশ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২০, ১৭:৫১

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় শাহজাহান স্মৃতি ওয়েল ফেয়ার ফাউন্ডেশান আজ শুক্রবার দুপুরে কাপাসিয়া উপজেলা পরিষদ সভাকক্ষে গত বছরের মেধাবৃত্তি পরীক্ষার ফল প্রকাশ করেছে। উপজেলা আওয়ামীলীগ সভাপতি সাবেক এমপি মুহম্মদ শহীদুল্লাহ, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগ সহসভাপতি অ্যাডভোকেট মো. আমানত হোসেন খান, ফাউন্ডেশান সভাপতি সমাজবন্ধু মুহাম্মদ ইকবাল হোসেন, সহ সভাপতি আফিয়া সুলতানা রুবি, সাধারণ সম্পাদক ও শক্তি ফাউন্ডেশান জিএম মো. হুমায়ুন কবির শিমুল,ফাউন্ডেশান পরিক্ষা নিয়ন্ত্রক আ. ছাত্তার শেখ এ সময় উপস্থিত ছিলেন।

সংগঠনের সভাপতি সমাজ বন্ধু ইকবাল হোসেন বলেন, আইসিটি ও প্রতিবন্ধীদের সহযোগিতার পরিকল্পনা রয়েছে। চক্ষু শিবির, কোরআন শিক্ষা কেন্দ্র, অজুর সুবিধার্থে টিউবওয়েল, মসজিদ নির্মান ও মৈৗলিক শিক্ষার কার্যক্রম চলছে।

অন্যানের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোসা. ইসমত আরা, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মিজানুর রহমান, মাগুরা গ্রুপ এর এডমিন অফিসার মো. শামীম হোসেন, বাংলাদেশের খবর পত্রিকার চীফ এডিটর সাইয়িদ আরমান,নুরুল হক বিএসসি প্রমুখ অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

প্রধান অতিথি মুহম্মদ শহীদুল্লাহ বলেন, এগারো বছর ধরে এ সংগঠন সমাজে বিভিন্নভাবে অবদান রাখছে। এলাকার মানুষ শিক্ষাপ্রসারসহ বিভিন্ন সুবিধা ভোগ করছে। বিশ^ দ্রুত গতিতে এগোচ্ছে, আমরাও দ্রুত গতিতে এগিয়ে যেতে চাই। উপজেলা চেয়ারম্যান আমানত হোসেন বলেন, ভিক্ষুকমুক্ত কাপাসিয়া গড়ার অংগীকার, চারা রোপন কর্মসূচী, বিনামূল্যে স্বাস্থ্য সেবা, শিক্ষাবৃত্তি দেওয়াসহ সংগঠনটি বেশ ভালো অবস্থানে রয়েছে।
 

এবিএন/নুরুল আমীন সিকদার/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ