আজকের শিরোনাম :

শ্রীমঙ্গলে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে স্কুল ক্যাম্পেইন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২০, ১৯:৩২

শ্রীমঙ্গলে নারী ও শিশুর প্রতি জেন্ডারভিত্তিক নির্যাতন প্রতিরোধে পুরুষ ও কিশোরদের অংশগ্রহণে স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে শ্রীমঙ্গল  উপজেলার আশিদ্রোন ইউনিয়নের  ভূজপুর আছিদ উল্লা উচ্চ বিদ্যালয় মাঠে বেসরকারি সংস্হা ব্রেকিং দ্যা সাইলেন্স এর আয়োজনে এ ক্যাম্পেইন অনু্ষ্ঠিত হয়।

এ স্কুল ক্যাম্পেইনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার  নজরুল ইসলাম। ব্রেকিং দ্যা সাইলেন্সের  প্রজেক্ট অফিসার ও  অফিস ইনচার্জ মো. আব্দুল হান্নানের সঞ্চালনায় স্কুল ক্যাম্পেইনে অন্যদের মধ্যে  বক্তব্য রাখেন স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ও শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সভাপতি  অর্ধেন্দু কুমার দেব (বেভুল), বিদ্যালয়ের প্রধান শিক্ষক পান্না লাল বর্ধন, ব্র্যাক এর ডিভিশনাল ম্যানেজার উজ্জ্বল কুবি প্রমুখ।

 এসময় উপস্থিত ছিলেন ব্রেকিং দ্যা সাইলেন্স এর প্রজেক্ট কোর্ডিনেটর চাঁদনী রায়, প্রজেক্ট অফিসার জুমেনা শাহনাজ, প্রজেক্ট ফ্যাসিলিটেটর কান্তা সরকার প্রমুখ।

ক্যাম্পেইনে নারী ও শিশুর প্রতি জেন্ডারভিত্তিক নির্যাতন প্রতিরোধ, বাল্যবিবাহ,  শিশু নির্যাতন, যৌন হয়রানি, প্রজনন স্বাস্হ্য ইত্যাদি বিষয়ের উপর সচেতনতামুলক ভিডিওচিত্র প্রদর্শন করা হয়। স্কুল ক্যাম্পেইনে আছিদ উল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রায় ৪ শতাধিক ছাত্র-ছাত্রী অংশগ্রহন করে।
 

এবিএন/আতাউর রহমান কাজল/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ