আজকের শিরোনাম :

ফরিদপুরে লাশবাহী এ্যাম্বুলেন্সে ডাকাতি

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২০, ১৯:২১

ফরিদপুরে লাশবাহী এ্যাম্বুলেন্সে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা এসময় নগদ টাকা ও স্বর্নালংকার লুটে নেয়। গতকাল বুধবার (২২ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ফরিদপুর-কাশিয়ানী আঞ্চলিক সড়কের জেলার বোয়ালমারী উপজেলার রুপাপাত ইউনিয়নের বনমালিপুর এলাকায় এঘটনা ঘটে।
জানা যায়, গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার রামদিয়া গ্রামের বাসিন্দা আছর মল্লিক এর মা আয়েশা বেগম (৭৫) গুরুতর অসুস্থ হলে তাকে উন্নত চিকিতসার জন্য ঢাকার একটি হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিতসাধীন অবস্থায় বুধবার দুপুরে মারা যান তিনি।

মায়ের মরদেহ নিয়ে ছেলে আছর মল্লিক বিকালে ঢাকা থেকে মাইক্রোবাস যোগে গ্রামের বাড়ি কাশিয়ানির রামদিয়ার উদ্যোশ্যে রওনা হন। পথিমধ্যে রাত সাড়ে ৩টার দিকে ফরিদপুর-কাশিয়ানী আঞ্চলিক সড়কের জেলার বোয়ালমারী উপজেলার রুপাপাত ইউনিয়নের বনমালিপুর এলাকায় আসা মাত্রই রাস্তায় গাছের গুড়ি ফেলে তাদের মাইক্রোবাসের গতিরোধ করে ডাকাতরা নগদ টাকা ও স্বর্নালংকার লুটে নেয়।

গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার রামদিয়া গ্রামের বাসিন্দা আছর মল্লিক জানান, আমার মায়ের মরদেহ নিয়ে ফেরার পথে রাস্তায় গাছের গুড়ি ফেলে প্রথমে আমাদের গাড়ির গতিরোধ করা হয়। পরে ১০-১২ জন মুখোশধারী ডাকাত অস্ত্রের মুখে আমাদের জিম্মি করে কাছে থাকা নগদ প্রায় ৫০ হাজার টাকা ও সাথে থাকা নারীদের স্বর্নালংকার লুটে নেয় তারা।

তিনি আরো জানান, ডাকাতরা মালামাল লুটে নিয়ে যাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আমিনুর রহমান বলেন, রাতে ডাকাতির সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। কিন্তু পুলিশ পৌছানোর আগেই ডাকাতরা পালিয়ে যায়। তিনি আরো জানান, সড়কে ডাকাতি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।
 

এবিএন/কে এম রুবেল/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ