আজকের শিরোনাম :

সিরাজগঞ্জে আসামী গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২০, ১৭:৪৫

সিরাজগঞ্জ পৌর এলাকার জানপুর মহল্লায় দিনমজুর হাফিজুল ইসলামের বাড়ীতে হামলা ভাংচুর লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় মামলার আসামীদের গ্রেফতারের দাবীতে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সিরাজগঞ্জ প্রেসক্লাব হলরুমে আজ বৃহস্পতিবার বিকেলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আলোমনি বলেন, ২০১৭ সালের ২৯ অক্টোবর আব্দুল মালেক নিহত হয়। এ মামলায় আমাকেসহ সুমন সেখ, নজরুল ইসলাম, খায়রুল ইসলাম, মুক্কু সেখ, আব্দুল হক বান্টীসহ অনান্যদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়। এ হত্যার সাথে আমরা কেউ জড়িত ছিলাম না। ষড়যন্ত্র ও উদ্দেশ্য প্রণোদিতভাবে নিহত মালেকের বড় ভাই আবু মুসা এই মিথ্যা মামলা দায়ের করে। এ মামলার আসামীরা জামিনে মুক্তির পর বাদী আবু মুসাসহ অনেকেই প্রাণনাশের হুমকি দিচ্ছে।

এ বিষয়টি সংশ্লিষ্ট প্রশাসনকে অবগত করা হয়েছে। এরই জের ধরে গত ২০ জানুয়ারি সন্ধ্যায় মালেক হত্যা মামলার বাদী আবু মুসার নেতৃত্বে একদল সন্ত্রাসী অতর্কিতভাবে হাফিজুল ইসলামের বাড়ীতে হামলা চালিয়ে ভাংচুর লুটপাট ও খড়ের পালায় আগুন ধরিয়ে দেয়। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়ের করা হয়। এ মামলাটি ভিন্নখাতে প্রবাহিত করতে মামলার আসামী আবু মুসা গত ২১ জানুয়ারি তাঁর নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে মালেক হত্যা মামলার আসামীদের জড়িয়ে নানামুখি বক্তব্য প্রদানের মাধ্যমে বিভ্রান্তি সৃষ্টি করেছে।

এ সংবাদ সম্মেলনে পৌর কাউন্সিলর ইয়ার আলী, বিশিষ্ট ব্যবসায়ী নুরুল ইসলাম (নুরু), ছাত্রলীগ নেতা জাকিরুল ইসলাম লিমন, টি.এম কামাল, ম-ল মোঃ শামীম, কামরুল ইসলাম বাবু, রাশেদ খান, মাহবুব হাসান রব্বানী, আ’লীগ নেতা অরুণ শেখ, সেরাজুল ইসলাম রাজু, যুবলীগ নেতা নাসির উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
 

এবিএন/এস.এম তফিজ উদ্দিন/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ