আজকের শিরোনাম :

শেরশাহ কলোনীতে

ডা.মাজহারুল হক হাইস্কুলে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিরতণ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২০, ১৭:২৮

আজ বৃহষ্পতিবার দুপুরে শেরশাহ কলোনী ডা. মাজহারুল হক হাইস্কুল এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিরতনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুল পরিচালনা পরিষদের সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন।

 বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ্ব মাওলানা মনজুর আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কমিশনার ফরিদ আহমদ চৌধুরী, মো. সালাহ উদ্দিন, রফিকুল ইসলাম, এস এম সফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা কমান্ডার মো. খোরশেদ আলম, মো. বাহার উদ্দিন। এছাড়া স্কুলের শিক্ষক,শিক্ষার্থী,অভিবাবক সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিগন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।  

এসময় মেয়র শিক্ষার্থীদের পাঠদানে মনোযোগী হওয়ার আহবান জানিয়ে বলেন, বর্তমান তথ্য প্রযুক্তির যুগে পুথিগত বিদ্যার বাইরেও জ্ঞান চর্চা করতে হবে। তবেই উন্নত বিশ্বের সাথে প্রতিযোগিতায় টিকে থাকা সম্ভব। তিনি বলেন, বর্তমান শিক্ষাবান্ধব সরকারের ধারাবাহিকতার কারনে আমাদের দেশে শিক্ষার হার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। উন্নত বিশ্বে বিভিন্ন পর্যায়ে আমাদের শিক্ষার্থীরা গুরুত্বপুর্ণ পদ দখল করে নিয়েছে।

মেয়র বলেন, শিক্ষাহীন জীবনের অন্ধত্বের সমতুল্য। তাই সকল প্রতিকুলতার মাঝেও শিক্ষাকে প্রাধান্য দিয়ে অগ্রসর হতে হবে।  মেয়র শিক্ষকদের পাঠদানের পূর্বে  কিছু সময় নৈতিক মূল্যবোধের উপর আলোকপাত করার আহবান জানান। এই প্রসঙ্গে তিনি বলেন প্রাথমিক শিক্ষা জীবনের আহরিত জ্ঞাণ আগামী পথ চলার পাথেয়। মেয়র অতি শিঘ্রই অত্র বিদ্যালয়টি কর্পোরেশনের অধিভুক্ত করার ঘোষনা দেন। পরে মেয়র শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।  অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সহকারি শিক্ষক মোহাম্মদ মহিউদ্দিন।
 

এবিএন/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ