আজকের শিরোনাম :

পোরশা সীমান্তে বিএসএফের গুলিতে ৩ বাংলাদেশি নিহত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২০, ১৩:৩৬

নওগাঁর পোরশা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে সন্দিপ, কামাল ও মফিজ উদ্দিন নামের তিন বাংলাদেশি নিহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার ভোরে উপজেলার নিতপুর সীমান্ত এলাকার ২৩১/১০ (এস) মেইন পিলারের নীলমারী বীল এলাকায় ভারতের ক্যাদারীপাড়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা বাংলাদেশি ঐ তিনজন গরু রাখালকে গুলি করে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, ওই দিন ভোরে বাংলাদেশের বেশকিছু লোক গরু নিতে ভারতে প্রবেশ করে। গরু নিয়ে আসার পথে ক্যাদারীপাড়া ক্যাম্পের টহলরত বিএসএফ জোয়ানরা পিছনদিক থেকে তাদেরকে গুলি ছোঁড়ে। 

এ বিষয়ে ১৬ বিজিবি হাঁপানিয়া ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার মোখলেছুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেন এবং তিনজন গুলিবিদ্ধ হয়েছে বলে জানান। 

তবে গুলিবিদ্ধের মধ্যে বাংলাদেশের মধ্যে একজন মারা গেছেন এটি নিশ্চিত করেন এবং অপর দুজন ভারতের অভ্যন্তরে মারা গেছে কিনা খোঁজখবর নিচ্ছেন বলে জানান। 

তবে তিনি পতাকা বৈঠকের জন্য বিএসএফকে চিঠি দিবেন বলেও জানান। 

এবিএন/ডিএম রাশেদ/গালিব/জসিম

এই বিভাগের আরো সংবাদ