আজকের শিরোনাম :

দুর্গাপুরে পুলিশের ওপেন হাউজ ডে

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২০, ২০:২৯

নেত্রকোনার দুর্গাপুর থানার উদ্দ্যেগে পুলিশের নানা কর্মকান্ডের জবাবদিহিতায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার দুপুরে থানা চত্তরে এ ওপেন হাউজ অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে ওসি মো. মিজানুর রহমান এর সভাপতিত্বে ও ওসি তদন্ত মীর মাহবুবুর রহমান এর সঞ্চালনায় ‘‘মুজিব বর্ষের অঙ্গীকার-পুলিশ হবে জনতার’’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, দুর্গাপুর-কলমাকান্দা সার্কেল এর এএসপি মাহমুদা শারমিন নেলী।

 অন্যদের মধ্যে আলোচনা করেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ আলা উদ্দিন আল আজাদ, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ হক, দুর্গাপুর মহিলা ডিগ্রি কলেজ অধ্যক্ষ ফারুক আহমেদ তালুকদার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ¦ রুহুল আমীন চুন্নু, প্রেসক্লাব সভাপতি নির্মলেন্দু সরকার বাবুল, ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক, আওয়ামীলীগ নেতা বাচ্চু তালুকদার, বিশিষ্ট ব্যবসায়ী রনজিত সেন প্রমুখ।

দুর্গাপুর উপজেলায় সংঘঠিত চাঞ্চল্যকর নানা অপরাধের গ্রেফতারকৃত আসামীদের বর্ননা দিয়ে উপকার ভোগীগন দুর্গাপুর থানা পুলিশ কে ধন্যবাদ জ্ঞাপন করে নানা আলোচনা করেন। এছাড়া দুর্গাপুর উপজেলাকে সন্ত্রাস, মাদক, বাল্যবিয়ে সহ নানাবিধ অপরাধ থেকে মুক্ত রাখতে পুলিশের পাশাপাশি সর্বস্থরের জনগনকে সহযাগিতার হাত বাড়িয়ে দেয়ার জন্য আহবান জানানো হয়।


এবিএন/তোবারক হোসেন খোকন/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ