দরিদ্রতা থেকে মুক্তি পেতে হলে সুশিক্ষার কোন বিকল্প নেই : চসিক মেয়র

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২০, ১৮:৪৬

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন বলেন দারিদ্রতা থেকে মুক্তি পেতে হলে সুশিক্ষার কোন বিকল্প নেই।দরিদ্র পরিবারের সন্তানরা যাতে সুশিক্ষায় শিক্ষিত হয়ে নিজেদের অবস্থার পরিবর্তন করতে পারে তারজন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার বিনামূল্যে বই বিতরণ,নারী শিক্ষার প্রসারে উপ-বৃত্তি প্রদান,বয়স্ক ভাতা,প্রতিবন্ধী শিক্ষা ভাতা, শিশুদের পুষ্টিহীনতা রোধে স্কুলে টিফিনের ব্যবস্থাসহ নানাবিধ পরিকল্পনা গ্রহন করেছে।

তিনি বলেন আপনাদের সন্তানদের প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করান,এর জন্য কোন প্রকার ফি’র প্রয়োজন নেই। এক্ষেত্রে প্রয়োজন আপনাদের সদিচ্ছা ও ইচ্ছা শক্তির।ইচ্ছা শক্তি ও দৃঢ় মনোবল থাকলে নিজের অবস্থার পরিবর্তন করা সম্ভব।

গতকাল মঙ্গলবার রাতে হিলভিউ হাউজিং সোসাইটি জামে মসজিদের মাঠ প্রাঙ্গনে মুজিববর্ষ উপলক্ষে “চেতনায় মুজিব” সামাজিক সংগঠনের উদ্যোগে এলাকার শীতার্ত  হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য রায়হানুল কবির শামীম। আহমুদুল্লাহ আবীব এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চসিক প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী,ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি রাশেদ আলী জাহাঙ্গীর,সাধারণ সম্পাদক  আব্দুর রহিম।

এ সময় উপস্থিত ছিলেন সেচ্চাসেবকলীগের যুগ্ম আহবায়ক আমিরুল ইসলাম,পাচলাইশ থানা আওয়ামীলীগ নেতা রফিউল হায়দার রফি, মহানগর যুবলীগ নেতা মহিউদ্দীন আলী নুর,সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা আব্দুল্লাহ আল মামুন,ইয়াছিন আরাফাত,মহা.ছাত্রলীগের সাবেক সহসভাপতি রেজাউল করিম রনি,বাকলিয়া কলেজের সাবেক ভিপি মাহমুদুল হক আবু,হাউজিং সোসাইটির সাবেক সহ সভাপতি মোঃ আবু তাহের,নগর ছাত্রলীগের ইমরান আলী মাসুদ,আবু সায়েম,নেওয়াজ খান,ফাহাদ আনিসসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। সভা শেষে ৩০০জন হত দরিদ্রদের হাতে শীতবস্ত্র তুলেদেন মেয়র।   


এবিএন/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ