আজকের শিরোনাম :

হাতীবান্ধা সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২০, ১৪:৪৪

লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছে।

আজ বুধবার (২২ জানুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। 

নিহতরা হলো- হাতীবান্ধা উপজেলার পূর্ব আমঝোল এলাকার ওসমান আলীর ছেলে মো. সুরুজ মিয়া (১৭) ও একই এলাকার শাহজাহান আলীর ছেলে সুরুজ মিয়া (৩২)।

জানা যায়, বুধবার সকালে ভারত থেকে গরু নিয়ে ফেরার পথে ৮-১০ জন গরু চোরাচালানকারিকে ভারতীয় রানীনগর-১০০ বিএসএফ ব্যাটালিয়নের পাগলীমারী বিএসএফ ক্যাম্পের টহল দলের সদস্যরা এলোপাতাড়ি গুলি করে। এ সময় ঘটনাস্থলেই একজন এবং গুলিবিদ্ধ অবস্থায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার সময় আরও একজন নিহত হয়।

লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল এসএম তৌহিদুল আলম বলেন, কত রাউন্ড গুলি হয়েছে, বা আরও কেউ আহত বা নিহত আছে কিনা, তা জানার চেষ্টা করা হচ্ছে। ঘন কুয়াশা থাকায় সীমান্তে চোরাচালানকারিদের উপদ্রব বেড়েছে।

তিনি বলেন, এ ঘটনায় প্রতিবাদপত্র পাঠিয়ে বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।

এবিএন/সাদিক/জসিম 

এই বিভাগের আরো সংবাদ