মদনে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ৩০

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২০, ১৮:১৯

ঘর ভাংচুর ও অগ্নি সংযোগের ঘটনার জের ধরে রোববার দুপুরে নেত্রকোনার মদনে দু’পক্ষের সংঘর্ষে উভয় পক্ষের নারীসহ কমপক্ষে ৩০ জন  আহত হয়েছে। আহতদের মধ্যে মন্নান,আব্দুল্লাহ,জালাল,আবুবক্কর,আইনুল ও ছয়দুলের অবস্থা আশষ্কাজনক থাকায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

আহত এরশাদ,রফিক, দয়াল, আরাপুল, রেজিয়া, আবু হুরাইয়া, খুলিলি, তাহের মিয়া, শফিকুল, জাহের মিয়া,আব্দুল সালাম, শামছুর, মানিক, হাওয়া, মুছা মিয়া, সাদ্দাম, আব্দুল ছাত্তার মদন হাসপাতালে ভর্তি রয়েছে বলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডাঃ মারজাহান রুজি ও ডাঃ সোহেল রানা জানান। বাকি আহতরা স্থানীয় পল্লী চিকিৎসকের চিকিৎসাধীন রয়েছে।

ফতেপুর পশ্চিম পাড়ায় শুক্রবার রাতে দুলু ও জালু  পক্ষের লোকজনের বাড়ি ঘর ভাংচুর  অগ্নিসংযোগের ঘটনার  জের ধরে রোববার দুপুরে পশ্চিম পাড়া শহু মিয়ার বাড়ির সামনে দু’পক্ষের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। ওসি মো. রমিজুল হক জানান, সংঘর্ষের খবর শুনে আমি ঘটনা স্থলে আছি। পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
 

 এবিএন/তোফাজ্জল হোসেন/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ