আজকের শিরোনাম :

আড়াইহাজারে পুকুর খননকালে রাইফেলের বার্ট উদ্ধার

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২০, ১৩:০১

নারায়ণগঞ্জের আড়াইহাজারে গতকাল শনিবার দুপুরে স্থানীয় টেকপাড়া এলাকায় একটি পুকুর খননকালে রাইফেলের পরিত্যক্ত বার্ট উদ্ধার করেছে পুলিশ। তবে কে বা কারা এটি ফেলেছেন, তা জানাতে পারেনি পুলিশ। বারেক ভূঁইয়ার পুকুর খননকালে মাটি কাটার শ্রমিকরা বার্টটি দেখতে পান। 

পরে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ এটি উদ্ধার করে। 

আড়াইহাজার এসআই হুমায়ন জানান, স্থানীয় সাতগ্রাম ইউপির টেকপাড়া এলাকার বারেক ভূঁইয়া নামে এক ব্যক্তির পুকুরে মাটি কাটছিলেন শ্রমিকরা। এক পর্যায়ে রাইফেলের পরিত্যক্ত একটি বার্টটি ভেসে উঠে। পরে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। তবে কে বা কারা এটি পুকুরের পানিতে ফেলেছে তা বলা যাচ্ছে না। 

আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম বলেন, বার্টটি কে বা কারা এখানে ফেলেছে তা তদন্ত করে বলা যাবে। তবে মনে হচ্ছে এটি দীর্ঘদিন আগে ফেলা হয়েছে। 

অপরদিকে পুকুর থেকে রাইফেলের বার্ট উদ্ধারের খবর পেয়ে আশপাশের শত শত লোক ঘটনাস্থলে ভীড় করেন। 

স্থানীয়দের মধ্যে অনেকেই জানান, রাইফেলের বার্ট দেখে মনে হচ্ছে এটি ব্রিটিশ আমলের। তবে তদন্ত করা হলে কারা এটি ফেলেছে তার উদঘাটন হতে পারে। 

এবিএন/আলাউদ্দিন/গালিব/জসিম


 

এই বিভাগের আরো সংবাদ