আজকের শিরোনাম :

আশাশুনিতে খাদ্যগুদামে চাল সংগ্রহের কার্যক্রম উদ্বোধন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২০, ১২:৪৯

আশাশুনিতে অভ্যন্তরীণ আমন সংগ্রহ/ ২০১৯-২০ মৌসুমে চাল সংগ্রহের কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

আশাশুনি উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে চাল সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা। 

“শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে মিলার আছাদুল্লাহর কাছ থেকে চাউল ক্রয়ের মাধ্যমে কার্যক্রমের উদ্বোধন করা হয়। চালের মান ও সার্বিক অবস্থা পরীক্ষা-নিরীক্ষা শেষে বিধি মোতাবেক হওয়ায় চাউল পরিমাপ করে গ্রহণ করা হয়। 

উপজেলায় চলতি মৌসুমে বিভিন্ন মিলারের নিকট থেকে ২৯০ মে. টন চাউল ক্রয় করা হবে। প্রতি কেজি চাউলের মূল্য ৩৬ টাকা নির্ধারণ করা হয়েছে। 

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, পিআইও সোহাগ খান, উপজেলা খাদ্য কর্মকর্তা আবু হেনা মোস্তফা কামাল, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আছাদুল ইসলাম, ওসিএলএসডি আলতাফ হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন। 

এবিএন/জি এম মুজিবুর রহমান/গালিব/জসিম

এই বিভাগের আরো সংবাদ