আজকের শিরোনাম :

সোনাগাজীতে অবৈধ বালু উত্তোলন: ড্রেজার মেশিন জব্দ ও জরিমানা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২০, ১৭:২৪

সোনাগাজী উপজেলার দুটি অবৈধ বালু মহালে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় উপজেলার মুহুরী নদী ও ছোট ফেনী নদীর দুটি স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে  ১০টি ড্রেজার মেশিন জব্দ ও বালু উত্তোলনকারী প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। আজ সোমবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের তিনজন নির্বাহী ম্যাজিষ্ট্রেট এ অভিযান চালায়।

ভ্রাম্যমান আদালত সূত্র জানায়,দীর্ঘদিন ধরে মুহুরী নদীর সোনাগাজীর আমিরাবাদ ইউনিয়নের বিভিন্ন স্থানে অবৈধ ভাবে বালু উত্তেলন করছিলো স্থানীয় প্রভাবশালী একটি চক্র। গত রবিবার জেলা প্রশাসকের কার্যালয়ে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় অবৈধ বালূ উত্তেলনকারীদের বিরুদ্ধে ব্যবস্থার সিদ্ধান্ত হয়। এমন সিদ্ধান্তের প্রেক্ষিতে সোমবার বিকেলে সোনাগাজীতে ভ্রাম্যমান আদালত অভিযান চালায়।

আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে সোনাগাজী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অজিত দেব, জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব দাশ পুরকায়স্থ ও সজল কুমার দাস যৌথ অভিযান চালিয়ে মুহুরী নদীতে অবৈধভাবে বালু উত্তোলন করায় ৬টি বালু তোলার ড্রেজার মেশিন জব্দ করে।

এসময় আদালত বালূ উত্তেলনকারীকে দেড় লাখ টাকা জরিমান করেন। একই দিন সন্ধ্যায় ভ্রাম্যমান আদালত চরদরবেশ ইউনিয়নের ছোট ফেনী নদীর সাহেবের হাট ব্রীজের পাশে অবৈধভাবে বালু উত্তোলন করার অভিযোগে ৪টি ড্রেজার মেশিন জব্দ করেন। উভয় স্থানে অভিযানের সময় ভ্রাম্যমান আদালত বালু তোলার কাজে ব্যবহৃত পাইপ ও অন্যান্য সামগ্রীও জব্দ করেন।
 

এবিএন/আবুল হোসেন রিপন/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ