আজকের শিরোনাম :

তাহিরপুরে মুক্তিপণের টাকা না দেওয়ায় শিশু খুন, আটক ২

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ জানুয়ারি ২০২০, ১১:১৫

নিখোঁজের চার দিন পর সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে বস্তাবন্দী অবস্থায় তোফাজ্জল হোসেন নামে সাত বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। ওই শিশুকে অপহরণের পর হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (১১ জানুয়ারি) সকাল নয়টায় বাশতলা গ্রামে একটি বাড়ি থেকে বস্তাবন্দী লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ।

শিশু তোফাজ্জল হোসেন (৭) উপজেলার ১নং শ্রীপুর উত্তর ইউনিয়নের বাশতলা গ্রামের জোবায়েল মিয়ার ছেলে।

স্থানীয় পুলিশ সূত্রে জানা যায়, ৮ জানুয়ারি দুপুরে একটা অপহরণকারী চক্র বাশতলা গ্রামে শিশুটির বাড়ির সামনে থেকে অপহরণ করে নিয়ে যায় এবং বিভিন্ন মোবাইল নাম্বার থেকে শিশুটির পিতা জোবায়েল মিয়া ও তার স্বজনদের নিকট ৮০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে আসছিল। এ ঘটনায় শিশুর পিতা গত ৯ জানুয়ারি তাহিরপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।  মুক্তিপণের টাকা না দিলে শিশুটিকে হত্যা করা হবে বলেও হুমকি দেওয়া হয়।

আজ সকালে শিশুর বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশ ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।

এ ব্যাপারে তাহিরপুর থানার ওসি মোহাম্মদ আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় সন্দেহভাজন অবস্থায় দুইজনে আটক করা হয়েছে।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ