আজকের শিরোনাম :

শ্রীমঙ্গল প্রেসক্লাবে ফল উৎসব

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ জুন ২০১৮, ১৬:৫১

শ্রীমঙ্গল, ৩০ জুন, এবিনিউজ : শ্রীমঙ্গল প্রেসক্লাবের আয়োজনে দেশীয় ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার রাতে প্রেসক্লাব মিলনায়তনে বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্টজনদের উপস্থিতিতে উৎসব মুখর পরিবেশে আমন্ত্রিত সকলকে জাতীয় ফল কাঠাল, আম, জাম, আনারস, কলা, কামরাঙা, ভুবিসহ বিভিন্ন জাতের দেশীয় ফল পরিবেশন করা হয়।

প্রেসক্লাব সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম ইদ্রিস আলীর সঞ্চালনায় ফল উৎসবে প্রধান অতিথি ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোবাশশেরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেল) আশরাফুজ্জামান, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ কে এম নজরুল। দেশীয় ফলে কীটনাশক ও ফরমালিন প্রয়োগের প্রভাব নিয়ে মূল আলোচনায় অংশ নেন উপজেলা কৃষি কর্মকর্তা নিলুফার ইয়াসমিন মোনালিসা সুইটি।

বক্তব্য রাখেন- শ্রীমঙ্গল প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ইসমাইল মাহমুদ, হবিগঞ্জ সদর বিআরডিবি অফিসার দেবাশীষ চৌধুরী রাজা, অধ্যাপক অবিনাশ আচার্য, বাংলাদেশ টি এস্টেট ষ্টাফ এ্যাসোসিয়েশনের সভাপতি মাহবুব রেজা, মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক জহির আহমেদ শামিম, সাংবাদিক ও কলামিস্ট সৈয়দ আমিরুজ্জামান, একাডেমি এন্ড বিএম কলেজের প্রতিষ্ঠাতা মাহবুবুল অালম।

 ফল উৎসবে স্থানীয় প্রিন্ট, ইলেকট্রনিক এবং অনলাইন গণমাধ্যকর্মীরা অংশ নেন।

এবিএন/অাতাউর রহমান কাজল/জসিম/রাজ্জাক

এই বিভাগের আরো সংবাদ