আজকের শিরোনাম :

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২০, ১২:২৭ | আপডেট : ০৯ জানুয়ারি ২০২০, ১২:৩০

চাঁপাইনবাবগঞ্জের ওয়াহেদপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়েছেন আরও দুজন।

বুধবার রাত সাড়ে ১০টার দিকে ওয়াহেদপুর সীমান্তের ১৬/৬ এস পিলারের কাছে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সেলিম রেজা (২৪) ও সুমন (২৩)। সেলিমের বাড়ি শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের সরকার পাড়ায়। তার বাবার নাম তোফজুল হক। সুমনের বাড়ি একই ইউনিয়নের পোড়াপাড়া গ্রামে। তার বাবার নাম বেলাল উদ্দিন।

আহত দুজন হলেন- সাকির ও দেলবর। তাদের রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, রাত সাড়ে ১০টার দিকে কয়েকজন বাংলাদেশি রাখাল ভারত থেকে গরু নিয়ে আসার সময় ৭৮ বিএসএফ চাঁদনীচক বিওপির সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই সেলিম রেজা ও সুমন মারা যান এবং সাকির ও দেলবর গুলিবিদ্ধ হন।

চাঁপাইনবাবগঞ্জ-৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মাহবুবুর রহমান বলেন, এ ধরনের ঘটনা শুনেছি। খোঁজ নিয়ে পরে বিষয়টি জানানো হবে।

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ