ডোমারে কলেজ ছাত্রের ভ্রাম্যমাণ আদালতে জেল

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২০, ১৫:৫০

নীলফামারীর ডোমারে মাদক সেবন ও মাদক বিক্রি করার অপরাধে মোঃ ফারুক হোসেন(২২) নামে এক কলেজছাত্রকে তিনমাসের কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার রাতে ভ্রাম্যামান আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ মনোয়ার হোসেন এই সাজা প্রদান করেন। দন্ডপ্রাপ্ত ফারুক শহরের আরডিআরএস মোড় এলাকার মাছ ব্যবসায়ী বাবুল হোসেনের ছেলে ও ডোমার সরকারী ডিগ্রী মহাবিদ্যালয়ের স্নাতক বর্ষের ছাত্র।

রাতে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে এসআই রেজাউলের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে সদর ইউনিয়নের দোলাপাড়া গ্রামে দানুর ইট ভাটাসংলগ্ন এলাকা থেকে মাদক সেবন ও রাখার অপরাধে তাকে আটক করে। রাতেই ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমান আদালতের বিচারক আদালত বসিয়ে তাকে তিন মাসের জেল প্রদান করেন।

ডোমার থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তাফিজুর রহমান ভ্রাম্যমান আদালতে ফারুক হোসেনের সাজার বিষয়টি নিশ্চিত করে জানান,বুধবার সকালে তাকে জেলা কারাগাড়ে প্রেরন করা হবে।


এবিএন/আব্দুল্লাহ আল মামুন/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ