আজকের শিরোনাম :

যশোরের নাভারনে ৫ প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২০, ১০:১৭

যশোরের শার্শা উপজেলার নাভারনে ৫টি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ১ লাখ ২৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। 

গতকাল সোমবার (৬ ডিসেম্বর) বিকালে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) খোরশেদ আলম চৌধুরী অভিযান পরিচালনা করে এ জরিমানা আদায় করেন।

খোরশেদ আলম চৌধুরী জানান, মিষ্টির দোকানে অস্বাস্থ্যকর পরিবেশে এবং ১২০ গ্রাম ওজনের মোড়ক ব্যবহার করছে, বেকারিগুলো অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন ও মজুদ করছে, খাবারের হোটেল মূল্য তালিকা প্রদর্শন না করা, ফার্মেসীতে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার দায়ে, উপর্যুক্ত অপরাধের কারণে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন-২০০৯ ৫টি  এ জরিমানা করা হয়েছে। এবং উক্ত প্রতিষ্ঠানকে আগামী ১ মাসের মধ্যে সবকিছু ঠিক করে নেওয়ার নির্দেশনা প্রদান করা হয়।

এ সময় শার্শার নাভারনের সৈয়দ হোটেলকে ১০ হাজার টাকা, সাতক্ষীরা ঘোষ ডেয়ারীকে ২০ হাজার টাকা, একতা বেকারিকে ৪০ হাজার টাকা, আশিকুর বেকারিকে ৩৫ হাজার ও মুকুল ফার্মেসীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরও বলেন, সকল প্রকার ভেজাল ও অনিয়মের ওপর উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

এবিএন/মো. আয়ুব হোসেন/গালিব/জসিম

এই বিভাগের আরো সংবাদ