আজকের শিরোনাম :

নীলফামারীতে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৩

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২০, ১১:২৩

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার অবিলের বাজার নামকস্থানে নাইট কোচ ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসের ৩ যাত্রী নিহত ও ৮ জন আহত হয়েছেন। 

গতকাল শুক্রবার ভোরে এই দুর্ঘটনা ঘটে। নিহত তিনজনের মধ্যে দুজনের নাম জানা গেছে। 

এরা হলেন নীলফামারীর জলঢাকা উপজেলার খারিজা গোলনা নবাবগঞ্জ গ্রামের জহুরুল ইসলাম ও আনোয়ারা বেগম। আহতদের বাড়িও একই গ্রামে। 

আহতদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কিশোরগঞ্জ থানার ওসি হারুন অর রশীদ জানান, ওই গ্রামের জহুরুল ইসলামের জামাতার বাড়ি বগুড়ার মোকামতলায়। তার জামাই হৃদরোগে মারা যাওয়ায় তারা একটি মাইক্রোবাস (ঢাকা মেট্রো চ ১১-৯৫৮২) করে চালকসহ ১১ জন বগুড়ার মোকামতলায় যাচ্ছিল। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে কিশোরগঞ্জ-রংপুর সড়কের অবিলের বাজার নামক এলাকায় মাইক্রোবাসটি পৌছলে ঢাকা থেকে ছেড়ে আসার নাইট কোচ আজিজ ট্রাভেলস (ঢাকা মেট্রো ব ১৪-৮৫৬৬) এর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে মাইক্রোবাসে থাকা জহুরুল ইসলাম ও তার বোন আনোয়ারা নিহত হয়। আহত হন মাইক্রোবাসের চালকসহ ৯ জন।

আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে আরো একজন মারা যায়। তবে তার নাম জানা যায়নি।

এবিএন/মো. আব্দুল্লাহ আল মামুন/গালিব/জসিম

এই বিভাগের আরো সংবাদ