আজকের শিরোনাম :

বেনাপোল বন্দরে ভারতীয় ফেনসিডিলসহ আটক ২

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২০, ১০:০২

বেনাপোল বন্দরে ৯২ বোতল ভারতীয় ফেনসিডিলসহ কাভার্ড ভ্যান চালক আলমগীর (৪৭) ও হেলপার নেওয়াজ খানকে (৩২) আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাতে বন্দরের ২২ নম্বর শেডের প্রধান ফটকের সামনে থেকে তাদের আটক করা হয়।

আটক মো. আলমগীর বেনাপোল পোর্ট থানাধীন পুটখালী গ্রামের গোলাম রসূলের ছেলে এবং নেওয়াজ খান পিরোজপুরের সিংগোরিয়া গ্রামের মো. আলী খানের ছেলে।

এ বিষয়ে বেনাপোল পোর্ট থানার ওসি মামুন খান জানান, গোপন সংবাদে বেনাপোল বন্দরের ২২ নম্বর শেডের প্রধান গেটের সামনে থেকে ঢাকা মেট্রো-ট-১৮-৯৯১৩ নম্বরের একটি কাভার্ড ভ্যানে অভিযান চালানো হয়। কাভার্ড ভ্যানের ক্যাবিনে অভিনব কায়দায় লুকানো ৯২ বোতল ফেনসিডিল উদ্ধারসহ কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে ড্রাইভার ও হেলপারকে আটক করা হয়েছে। তবে একজন পালিয়ে যেতে সক্ষম হয়।

আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হবে বলে জানান তিনি।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ