আজকের শিরোনাম :

চকরিয়ায় রিকসা, টমটম ও সিএনজি চালকদের কম্বল বিতরণ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ জানুয়ারি ২০২০, ১২:২৪

কক্সবাজারের চকরিয়ায় শতাধিক হতদারিদ্র রিকসা, টমটম ও সিএনজি চালকদের মাঝে কম্বল বিতরণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান। 

গতকাল মঙ্গলবার বিকেলে চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের শতাধিক রিকসা, টমটম ও সিএনজি চালকদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়। 

এ সময় ইউএনও শিবলী নোমান মাদক, ইভটিজিং এবং সন্তানদের শিক্ষামুখি করার জন্য অনুপ্রাণিত করেন।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান বলেন, কোন অবস্থাতেই মাদক গ্রহণ করা যাবে না। সাধারণ মানুষের ধারণা প্রায় চালকরা মাদকাসক্ত। সাধারণ মানুষের এই ধারণাকে চালকদের ভুল প্রমাণিত করতে হবে। শুধু গাড়ি চালালে হবে না। ট্রাফিক আইন সম্পর্কে ধারণা থাকতে হবে। ট্রাফিক আইন মেনে গাড়ি চালাতে হবে। 

তিনি আরো বলেন, বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষাকে সহজতর করেছেন। শিক্ষাকে আনন্দদায়ক করেছেন। বছরের শুরুতেই শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ করছেন। প্রাথমিক বিদ্যালয়গুলোতে মিড-ডে মিল চালু করেছেন। তাই নিজ নিজ সন্তানদের সু-নাগরিক হিসেবে গড়ে তুলতে হলে বিদ্যালয়মুখি করতে হবে। 

কোন অবস্থাতেই ১৮ বছরের নিচে সন্তানদের বিয়ের পিঁড়িতে বসানো যাবে না। এটা যেমন সন্তানদের ক্ষতি তেমনি আইনগতভাবে দন্ডনীয়। 

এ সময় ইউএনওর সাথে ছিলেন ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন, উপজেলা যুবলীগ নেতা হাসানুল ইসলাম আদর, ডুলাহাজারা যুবলীগের আহবায়ক তৌহিদুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। 

এবিএন/মুকুল কান্তি দাশ/গালিব/জসিম


 

এই বিভাগের আরো সংবাদ