আজকের শিরোনাম :

বগুড়ার শেরপুরে শিক্ষক সুপার ভাইজারদের বুনিয়াদি প্রশিক্ষণের উদ্বোধন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০১৯, ২০:০৪

বগুড়ার শেরপুরে আজ (৩০ ডিসেম্বর) সোমবার দুপুর ১২টায় সামিট স্কুল এন্ড কলেজের হল রুমে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে উপ আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মৌলিক সাক্ষরতা প্রকল্পের শেরপুর উপজেলার ২য় পর্যায়ের শিক্ষক সুপার ভাইজারদের ৫ দিন ব্যাপি বুনিয়াদি প্রশিক্ষনের উদ্বোধন করা হয়েছে।

জানা যায়, উপজেলার মহিপুর এলাকয় সামিট স্কুল এন্ড কলেজের হল রুমে জেলা উপ আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক এ এইচ এম রবিউল করিমের সভাপতিত্বে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে উপ আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মৌলিক সাক্ষরতা প্রকল্পের শেরপুর উপজেলার ২য় পর্যায়ের শিক্ষক সুপার ভাইজারদের ৫ দিন ব্যাপি বুনিয়াদি প্রশিক্ষনের উদ্বোধন করা হয়েছে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত আলী শেখ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নজমুল হক, উপজেলা প্রোগ্রাম অফিসার আল-আমিন, এজিও পরিচালক (আর এস সি) আবুল ফজল, বাস্তাবায়নকারী রুরাল সার্ভিস সেন্টার। ৫ দিন ব্যাপি বুনিয়াদি প্রশিক্ষনে ৩০০ জন শিক্ষক ও ৮ জন সুপারভাইজার ফাউন্ডেশন প্রশিক্ষনে অংশ গ্রহন করেন।


এবিএন/শহিদুল ইসলাম শাওন/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ