আজকের শিরোনাম :

বেড়ায় বি.বি হাইস্কুলে ১৯৭০ এসএসসি ব্যাচের পুনর্মিলনী

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০১৯, ১১:৩৬

অতীতকে ফিরে পাওয়ার এক দুর্লভ আনন্দঘন পরিবেশে ১৯৭০ সালের বেড়া বিপীন বিহারী হাইস্কুলের এসএসসি পরীক্ষার্থীদের এক মিলন ক্ষেত্র পরিণত হয়েছিল তৎকালীন বৃহত্তর পাবনার প্রথম শ্রেণীর হাইস্কুল বেড়া বি.বি হাইস্কুল প্রাঙ্গণে। 

পাবনার ঐতিহ্যবাহী বেড়া বি.বি হাইস্কুল (বর্তমানে সরকারি) প্রাঙ্গণে গত শনিবার দিনব্যাপী ১৯৭০ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীদের পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানের প্রথম পর্বে দেশ বিদেশ থেকে আগত ৭০ সালের পরীক্ষার্থীরা নিজেদের পরিচয় তুলে ধরেন এবং পরিচিত হন। 

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সস্ত্রীক আগতরা বন্ধুদের সাথে সহধর্মিনীদের পরিচিত করানো, গল্পগুজব, ঠিকানা আদান প্রদান এবং পরস্পর পরস্পরকে উপহার দেওয়ার মধ্য দিয়ে এ মিলন মেলার সমাপ্তি ঘটে।

পরস্পরের সাথে নতুন করে পরিচিত হওয়া এবং স্কুল জীবনের স্মৃতিচারণ করতে গিয়ে অনেকেই ফিরে গেছে তার যৌবনের প্রথম লগ্নে। শিক্ষকদের শাসন, উপদেশ এবং আদর, সহপাঠিদের মধ্যে সেই সময়ে কিছু আনন্দ কিছু দুঃখ ও দুষ্টমির কথা বলতে গিয়ে ভুলে যান তাদের বয়স, তাদের সামাজিক অবস্থান এবং বাক সংযম। মনে হচ্ছিল ১৯৭০ সালের শীতের দুপুরে টিফিন পিরিয়ডে স্কুলের দশম শ্রেণীর ছাত্র-ছাত্রীরা খোশ গল্পে মসগুল হয়ে আছে।

বেড়া পৌরসভার মেয়র আলহাজ আব্দুল বাতেনের সভাপতিত্বে অনুষ্ঠিত পুনর্মিলনী অনুষ্ঠানের প্রথম পর্বে পরিচিতি সভায় বক্তব্য রাখেন ডা. মতিয়ার রহমান (অব. সিভিল সার্জন), ডা. আলী আকবর (চক্ষু বিশেষজ্ঞ), ডা. নজরুল ইসলাম (অর্থোপেডিক বিশেষজ্ঞ), আফজাল হোসেন (বনবিদ), ড. শফিকুজ্জামান (চেয়ারম্যান, অর্থনীতি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়), ড. সানোয়ার হোসেন (গবেষক), খ,ম, আসাদ (সাহিত্যিক), ফজলুল হক (অব.প্রিন্সিপ্যাল) প্রমূখ। 

এবিএন/নির্মল সরকার/গালিব/জসিম 
 

এই বিভাগের আরো সংবাদ