কালিহাতীতে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ড্রেজার পুড়ালো ভ্রাম্যমাণ আদালত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০১৯, ১৮:৪৮ | আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৯, ১৯:১০

টাঙ্গাইলের কালিহাতীতে উপজেলার এলেঙ্গা পৌর এলাকার লৌহজং নদীতে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের অভিযোগে ১২টি বাংলা ড্রেজার পেট্টোল দিয়ে পুড়িয়ে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার রহমান আজ রবিবার এ অভিযান পরিচালনা করেন।

এসময় বালু উত্তোলনের অভিযোগে নদীতে থাকা ১২টি অবৈধ বাংলা ড্রেজার পেট্টোল দিয়ে পুড়িয়ে দেন।নদী খনন প্রকল্প প্রসঙ্গে শাহরিয়ার রহমান বলেন, লৌহজং নদীতে অভিযান চালিয়েছি। যতগুলো অবৈধ ড্রেজার পেয়েছি আমরা ধ্বংস করেছি। এ অভিযান অব্যাহত থাকবে।


এবিএন/তারেক আহমেদ/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ