আজকের শিরোনাম :

ময়মনসিংহে শিল্পাচার্য জয়নুল আবেদিনের জন্মবার্ষিকী পালিত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০১৯, ১৭:১১

শিল্পাচার্য জয়নুল আবেদিনের ১০৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ রবিবার 'শিল্পাচার্য জয়নুল আবেদিন উৎসব-২০১৯' উদযাপন করা হয়। দিবসটি উপলক্ষে ময়মনসিংহ জেলা প্রশাসক কার্যালয় থেকে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার খোন্দকার মোস্তাফিজুর রহমান এনডিসি’র নেতৃত্বে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শিল্পাচার্য জয়নুল আবেদীন সংগ্রহশালায় শেষ হয়।

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী কে এম খালিদ বাবু এমপি। র‌্যালি শেষে রঙিন বেলুন উড়িয়ে 'শিল্পাচার্য জয়নুল আবেদিন উৎসব-২০১৯' এর শুভ উদ্বোধন ঘোষণা করা হয়, উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয় যাদুঘর এর মহাপরিচালক মো: রিয়াজ আহম্মদ।

এসময় উপস্থিত ছিলেন- ময়মনসিংহ জেলা প্রশাসক মো: মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মো: জাহাঙ্গির আলম, ময়মনসিংহ জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান-১, মো: মমতাজ উদ্দিন মন্তা প্রমুখ। উদ্বোধন শেষে এ উপলক্ষে আয়োজিত শিশু-কিশোরদের চিত্রাংকন প্রতিযোগিতা উৎসবের স্টলসমূহ ঘুরে দেখেন অতিথিরা। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এর সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানটির আয়োজন করেন ময়মনসিংহ জেলা প্রশাসন ও শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালা।


এবিএন/মঈন উদ্দিন রায়হান/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ