ধামইরহাটের লক্ষণপাড়া উচ্চ বিদ্যালয়ে শতবর্ষপূর্তি উদযাপন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০১৯, ১৮:৪৭

নওগাঁর ধামইরহাটের আড়ানগর ইউনিয়নের অন্তর্গত ঐতিহ্যবাহী লক্ষণপাড়া উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকাল ১১টায় শতবর্ষ উদযাপন কমিটির আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গণে নবীন ও প্রবীণ শিক্ষার্থীদের মিলন মেলা অনুষ্ঠিত হয়। শতবর্ষ উদযাপন উপলক্ষে বিদ্যালয় মাঠে বর্তমান বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মো.আমিনুল হকের সভাপতি এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ-২ আসনের সংসদ সদস্য মো.শহীদুজ্জামান সরকার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ জেলা প্রশাসক মো.হারুন-অর-রশীদ, ভারপ্রাপ্ত পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক, ধামইরহাট উপজেলা চেয়ারম্যান আজাহার আলী, পতœীতলা উপজেলা চেয়ারম্যান আব্দুল গাফ্ফার, ধামইরহাট উপজেলা নির্র্বাহী অফিসার গনপতি রায়, আড়ানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাজাহান আলী কমলসহ প্রাক্তণ শিক্ষার্থীবৃন্দ। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উল্লেখ্য ১৯২০ সালে ভগবানপুর লক্ষণপাড়া দুই গ্রামের মাঝামাঝি স্থানে রাস্তার পার্শে লক্ষণপাড়া উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।
 

এবিএন/আব্দুল্লাহ হেল বাকী/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ