আজকের শিরোনাম :

ছাতকে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৭ জনের কারাদণ্ড

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০১৯, ১০:১২ | আপডেট : ২১ ডিসেম্বর ২০১৯, ১০:১৫

ছাতকে অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার জব্ধসহ ৭ জনকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রামমাণ আদালত। 

গতকাল শুক্রবার বিকেলে উপজেলার কালারুকা ইউনিয়নের রামপুর উত্তরপাড়া এলাকায় সুরমা নদীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপস শীল। 

এ সময় অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করার অপরাধে ধর্মপাশা উপজেলার ইসলামপুর গ্রামের নুরুল ইসলামের পুত্র জালাল উদ্দিন, জামালগঞ্জ উপজেলার কাশিপুর গ্রামের মৃত হাবিবুল্লার পুত্র এরশাদ মিয়া, ইউসূফ নগর গ্রামের আবুল খয়েরর পুত্র জিয়াউর রহমান, ধানু মিয়ার পুত্র শাহব উদ্দিন, শরীফপুর গ্রামের আব্দুস ছাত্তারের পুত্র আইয়ুব আলী ও সহোদর সামাদ মিয়া ও খুজাতপুর গ্রামের মুহিবুর রহমানের পুত্র পাবেলুর রহমানকে ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন এবং ড্রেজারটি জব্ধ করে ছাতক থানা হেফাজতে রাখা হয়েছে।

এবিএন/হেলাল/গালিব/জসিম
 

এই বিভাগের আরো সংবাদ