আজকের শিরোনাম :

তারাগঞ্জে পল্লীশ্রী’র আলোচনা সভা অনুষ্ঠিত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০১৯, ২০:৫৭

রংপুরের তারাগঞ্জ উপজেলার সয়ার ইউনিয়নে ক্রিয়েটিং স্পেসেস্ প্রকল্পের আয়োজনে ক্যাম্পেইনের অংশ হিসেবে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল বুধবার দুপুরে বুড়িরহাট মাঠে ওই আলোচনা সভায় সভাপতিত্ব করেন কমিউনিটি দলের সহিদা বেগম। উক্ত সভায় প্রধান অতিথির বক্তব্যে সয়ার ইউপি চেয়ারম্যান এস.এম মহিউদ্দিন আজম কিরন বলেন, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে নিজেকে পরির্বতন হতে হবে। যেখানেই নির্যাতন সেখানেই প্রতিবাদ করতে হবে। ছেলে-মেয়ে দুজনকেই সু-শিক্ষিত করতে হবে। বিশেষ করে বাল্য বিবাহ, জোর পূর্বক বিয়ে এবং নারীর প্রতি সহিংসতা যাতে না ঘটে সে বিষয়ে সকলকে সচেতন থাকতে হবে।

সভায় বক্তব্য রাখেন আব্দুল হাকিম, ইয়ুথ গ্রুপের সদস্য আমেনা খাতুন, কমিউনিটি দলের সদস্য শরিফা বেগম, বাজার কমিটির সদস্য নুর মোহাম্মাদ। এছাড়াও ওই সভায় উপস্থিত ছিলেন স্থানীয় প্রায় দুই’শ নারী ও পুরুষ, গণ্যমান্য ব্যক্তি, পল্লীশ্রী প্রকল্প সমন্বয়কারী শাহনাজ পারভীন ক্রিয়েটিং স্পেসেস প্রকল্পের প্রজেক্ট অফিসার সাজেদুল ইসলাম সুজন প্রমূখ।

 

এবিএন/বিপ্লব হোসেন অপু/জসিম/বাবর

এই বিভাগের আরো সংবাদ