আজকের শিরোনাম :

বিরলে আগুনে ধানের পৈন পুরে ছাই

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০১৯, ১৩:৫৬

দিনাজপুরের বিরলের মানপুর গ্রামে দুঃবৃত্তের দেওয়া আগুনে ৩টি ধানের পৈন পুরে ছাই। প্রায় ২ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন।

সরেজমিনে গিয়ে জানা যায় গতকাল মঙ্গলবার দিবাগত মধ্যরাতে বিরল উপজেলার বিজোড়া ইউিনিয়নের মানপুর গ্রামের মৃত তছির উদ্দিনের পুত্র আব্দুর ছামাদ ও তার বড় ভাই আলাউদ্দীনের প্রায় ৫ বিঘা জমির জিরা কাঠারী ধানের ৩টি পৈনে এলাকার একটি কুচক্রি মহল পূর্ব শত্রুতার জেরে গভীর রাতে পেট্রোল ঢেলে দিয়ে আগুন ধরিয়ে দেয়।

আগুনের লেলিহান শিখা মুহুর্ত্তের মধ্যে ছড়িয়ে পড়লে ছামাদ, আলা-উদ্দীনের পরিবারের লোকজন ও প্রতিবেশীরা দৌড়ে এসে আগুন নেভানোর চেষ্টা করেন এবং একপর্যায়ে বিরল ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে প্রায় পোনে ২ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং অল্পের জন্য বেচে যায় পাশে থাকা আরো প্রায় ৩০ বিঘা জমির ধান ও বাড়ীঘর। 

আগুনে প্রায় ২ লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে।

এ দিকে ঘটনা ঘটার পর পরেই স্থানীয় চেয়ারম্যান আমজাদ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ ব্যাপারে বিরল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা যায়।

এবিএন/সুবল রায়/গালিব/জসিম

এই বিভাগের আরো সংবাদ