আজকের শিরোনাম :

ক্ষেতলালে মহান বিজয় দিবস পালিত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০১৯, ১৬:২৪

জয়পুরহাটের ক্ষেতলালে উপজেলা প্রশাসনের  আয়োজনে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে মর্যাদাময় মহান বিজয় দিবস পালিত। ১৬ ডিসেম্বর সোমবার ক্ষেতলাল উপজেলা নির্বাহী অফিসার আরাফাত রহমানের সভাপতিত্বে দিনব্যপি মর্যাদাময় এ দিবসটি উদযাপন উপলক্ষে সূর্যদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বরি ও শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শুভ সূচনা করেন। এরপর সকাল ৯ টায় ক্ষেতলাল পাইলট সরকারী স্কুল এন্ড কলেজ মাঠে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, শিক্ষার্থীদের সমন্বয়ে বিভিন্ন শারীরিক ডিসপ্লে প্রদর্শনী, ক্রিয়া প্রতিযোগীতা,বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ পরিবারে সংবর্ধনা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ক্ষেতলাল উপজেলা পরিষদের চেয়ারম্যান  মোস্তাকিম মন্ডল। বিশেষ অতিথি সিরাজুল ইসলাম বুলু, মেয়র ক্ষেতলাল পৌরসভা, আব্দুল মজিদ মোল্লা, সভাপতি উপজেলা আওয়ামী লীগ, এস এম সিদ্দিকুর রহমান, ক্ষেতলাল থানা অফিসার ইনচার্জ, মোফাজ্জল হোসেন, সহ-সভাপতি উপজেলা আওয়ামী লীগ, শাহারুল ইসলাম বাবু, নূরুন নাহার গুন্নাহ, ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ, মোফাজ্জল হোসেন, মুক্তিযোদ্ধা কমান্ডার। এ সময় সকল ইউপি চেয়ারম্যানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, রাজনৈতি ব্যক্তিবর্গ, সাংবাদিক উপস্থিত ছিলেন।

 

এবিএন/হাসান আলী/জসিম/বাবর
   

এই বিভাগের আরো সংবাদ