আজকের শিরোনাম :

দৌলতপুরে বিজয় দিবস পালিত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০১৯, ১৫:৩৩

কুষ্টিয়ার দৌলতপুরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। সকাল ৬টা ৩১ মিনিটে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসটির সূচনা হয়। এরপর সংসদ সদস্য, উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, পুলিশ প্রশাসন, আওয়ামী লীগ সহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে উপজেলা পরিষদ স্মৃতিস্তম্ভে পুস্পার্ঘ্য অর্পণ করে। সোমবার সকাল ৮টায় উপজেলা পরিষদ মাঠে জাতীয় পতাকা উত্তোলন, সালাম গ্রহণ ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করা হয়। এসময় বক্তব্য রাখেন, দৌলতপুর আসনের সংসদ সদস্য আ.কা.ম, সরওয়ার জাহান বাদশাহ্।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড: এজাজ আহমেদ মামুন, দৌলতপুর থানার ওসি আরিফুর রহমান, মুক্তিযোদ্ধা হায়দার আলী, সাত্তার আলী, আবু আফ্ফান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাক্কির আহমেদ প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইদুর রহমান। এদিকে গোয়ালগ্রাম কলেজ, দৌলতপুর (রেফাইতপুর) উপজেলা ডাকঘর সহ বিভিন শিক্ষা প্রতিষ্ঠানে দিবসটি যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হয়।  


        
এবিএন/জহুরুল হক/জসিম/বাবর

এই বিভাগের আরো সংবাদ