আজকের শিরোনাম :

আশাশুনির চাম্পাখালী প্রাইমারী স্কুল পরিদর্শনে সিনি. সিস্টেমএনালিষ্ট

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০১৯, ২০:১৭ | আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৯, ২০:২০

আশাশুনি উপজেলার ৪৮ নং চাম্পাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ঢাকার সিনি. সিস্টেম এনালিস্ট অনুজ কুমার মন্ডল। রোববার সকালে তিনি স্কুল পরিদর্শন করেন।

২০১৯ সালে উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে নির্বাচিত এবং এনিয়ে ৩য় বার উপজেলার শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় হিসাবে নির্বাচিত হয়েছে চাম্পাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়। ২০১৮ সালে বিদ্যালয় হতে ১১ জন ছাত্রছাত্রী প্রাথমিক বৃত্তিলাভ করেছে। যার মধ্যে ৯ জন ট্যালেন্টপুলে ও ২ জন সাধারণ গ্রেডে বৃত্তিলাভ করেছে।

সিনি. সিস্টেম এনালিস্ট অনুজ কুমার স্কুলটি পরিদর্শনকালে স্কুলের পরিবেশ, লেখাপড়ার মানসহ সার্বিক বিষয় সম্পর্কে অবহিত হয়ে সন্তোষ প্রকাশ করেন। এসময় সহকারি উপজেলা শিক্ষা অফিসার রবিউল ইসলাম, সহকারী শিক্ষা অফিসার শাহজাহান আলি, স্কুলের প্রধান শিক্ষক আব্দুর রহিম, এসএমসি সভাপতি আঃ মজিদ মোড়ল প্রমুখ উপস্থিত ছিলেন।


এবিএন/জি এম মুজিবুর রহমান/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ