আজকের শিরোনাম :

বগুড়ার শেরপুরে বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০১৯, ১৮:৪৩

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের বাস্তবায়নে শালফা টেকনিক্যাল এ্যান্ড বিএম কলেজে আজ (১৪ ডিসেম্বর) শনিবার বেলা ১১ টায় তিন তলা বিশিষ্ট বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন শেরপুর-ধুনট নির্বাচনী এলাকার সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ হাবিবর রহমান।

উপজেলা নির্বাহি কর্মকর্তা মো. লিয়াকত আলী সেখের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ুন কবীর, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আহসান হাবিব আম্বিয়া, শহর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ মকবুল হোসেন, সাধারণ সম্পাদক এ্যাড. রেজাউল করিম মজনু, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মোমিনুল হক, শালফা টেকনিক্যাল এ্যান্ড বিএম কলেজের অধ্যক্ষ মো. ইউসুফ আলী,

উপজেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ নজরুল ইসলাম ফকির, সদস্য আবু তাহের মীর, মোজাম্মেল হক রানা, খানপুর ইউনিয়নের সভাপতি আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক খলিলুর রহমান, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মামুনুর রশিদ, সাধারণ সম্পাদক ইউনুস আলী, শিক্ষক বদরুজ্জামান শিপন, ইনছান আলী, বাছেদ আলী, আব্দুল মজিদ, জাহিদুল ইসলাম শান্তা প্রমূখ। ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন অত্র কলেজ মসজিদের ইমাম মাও. মো. আনছার আলী।


এবিএন/শহিদুল ইসলাম শাওন/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ