আজকের শিরোনাম :

সিরাজগঞ্জে টি আর কাবিখার অর্থ লুটপাট করলে ব্যাবস্থা নেয়া হবে : এমপি আজিজ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০১৯, ১৮:৩০

টি আর কাবিখার প্রকল্পে অর্থ লুটপাট ও অনিয়ম দুর্নীতির আশ্রয় নিলে কঠোরভাবে ব্যাবস্থা নেয়া হবে। আমার আত্মীয় ও দলীয় নেতাকর্মী যেই হোক ওই প্রকল্প কাজে অনিয়ম দুর্নীতি করলে কেউ রেহাই পাবেন না। সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার তেতুঁলিয়া লাঙ্গল মুড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মান কাজের ভিত্তি প্রস্তর স্থাপনকালে স্থানীয় এমপি অধ্যাপক ডা. আব্দুল আজিজ এসব কথা বলেন।

তিনি আরো বলেন, নির্বাচনী এলাকায় যেকোন উন্নয়নমূলক কাজে অনিয়ম দুর্নীতি বরদাস্ত করা হবে না। যারা এসব অনিয়ম দূর্নীতির আশ্রয় নেয়ার চেষ্টা করছেন তাদেরকে সতর্ক হওয়ার নির্দেশ দেন। এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি, ভাইস চেয়ারম্যান মর্জিনা ইসলাম, উপজেলা প্রকৌশলী রোকনুজ্জামান খান, ইউপি চেয়ারম্যান মোক্তার হোসেন মুক্তা, আ’লীগ নেতা ময়নুল হোসেন, আব্দুস সাত্তারসহ নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

পরে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের অধীনে সোলাপাড়া বাজার হতে জিকেএস হাই স্কুল সড়ক উন্নয়ন, হাটিকুমরুল বনপাড়া এন এইচ ডব্লিউ- নাদোসৈয়দপুর-চরহামকুড়িয়া সড়ক উন্নয়ন কাজের আরো দুইটি প্রকল্প কাজের উদ্বোধন করা হয়।


এবিএন/এস.এম তফিজ উদ্দিন/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ