আজকের শিরোনাম :

বিরামপুরে আমন ধানের বাম্পার ফলন, খুশিতে কৃষকরা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০১৯, ১৩:০০

বিরামপুরে সুগন্ধি ধানের এবার বাম্পার ফলন হয়েছে। মাঠ জুড়ে ধান কাটার উৎসব। বিরামপুরে কৃষকরা কাটা মাড়াই ব্যস্ত সময় পার করছেন। 

জানা যায় দিনাজপুর জেলার বিরামপুর উপজেলাটি শস্য ভান্ডার হিসাবে খ্যাত আমন মৌসুমে এ উপজেলার চাষিরা সুগন্ধী ধান চাষের দিকে ঝুঁকে পড়েছেন। 

সরেজমিনে ঘুরে দেখা যায় শত শত হেক্টর জমিতে সুগন্ধি ধান চাষ হয়েছে। সুগন্ধি ধানের চাল বিদেশে রপ্তানি হয় এ কারণে এ ধানের চাহিদা সব সময় থাকে। 

এ মৌসুমে এ ধানের বাম্পার ফলন হয়েছে। চাষিরা সুগন্ধি ধানের ভালো দাম পাবেন বলে আশা করছেন।

কৃষক জহুরুল ইসলাম জানান পূর্বে ২৫/৩০ বিঘা জমিতে মোট ধান চাষ করে প্রতি বছর লোকসানে পড়েন, বিরামপুর উপজেলা কৃষি অফিসের পরামর্শে এবার তিনি ১৫ বিঘা জমিতে সুগন্ধি ধান এর আবাদ করেছেন, নিয়মিত পরিচর্চার কারণে তার জমিতে কোনো প্রকার পোকার আক্রমণ হয়নি। বাম্পার ফলন হয়েছে তিনি বিঘা প্রতি ১২ মণ সুগন্ধি ধান মাড়াই করেছেন।

আরও কয়েকজন কৃষক জানান বাজারে মোটা ধানের চাহিদা কম আর চিকন ধানের চাহিদা বাজারে বেশি থাকার কারণে এইবার সুগন্ধি ধান চাষের সিদ্ধান্ত নেই এবং ব্যাপক লাভের আশা রাখছি। 

বিরামপুর উপজেলা কৃষি কর্মকর্তা নিকছন চন্দ্র পাল জানান প্রায় ১৬ হাজার হেক্টর জমিতে আমনের চাষ হয়। 
অধিক লাভের আশায় এখন অধিকাংশ জমিতে কৃষক সুগন্ধি ধান-৩৪ চাষ করে।

এবিএন/মাহমুদুল হক/গালিব/জসিম


 

এই বিভাগের আরো সংবাদ