আজকের শিরোনাম :

কুষ্টিয়ায় ‘বিষাক্ত’ মদপানে ৩ জনের মৃত্যু

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০১৯, ১০:৪৯

কুষ্টিয়ায় বন্ধুর জন্মদিনে ‘বিষাক্ত’ মদ পানে বাস্কেট বল খেলোয়াড়সহ ৩ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অসুস্থ হয়ে আরও ৩ জন কুষ্টিয়া ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি।

মৃতরা হলেন- ফাহিম (২৩), জিহাদুর রহমান সাজিদ (১৫) ও পাভেল (২৩)। বৃহস্পতিবার রাতে কুষ্টিয়া শহরের ইসলামিয়া কলেজ চত্বরে বসে তারা মদ পান করেন।

ফাহিম শহরের থানাপাড়া এলাকার সাগর হোসেনের ছেলে। আর থানাপাড়া এলাকার মফিজুর রহমানের ছেলে সাজিদ। সাজিদ বিকেএসপির বাস্কেটবল টিমের সদস্য।

হাসপাতাল ও পরিবার সূত্র জানিয়েছে, বিকেএসপির বাস্কেট বল টিমের খেলোয়াড় জিহাদুর রহমান সাজিদের জন্মদিন ছিল বৃহস্পতিবার। এ উপলক্ষে তার বন্ধু ও পরিচিতরা জন্মদিনে শহরের কোর্ট স্টেশনের সামনে অবস্থিত রাফি হোমিও হল থেকে মদ কিনে নেয়। পরে ইসলামিয়া কলেজ চত্বরে গিয়ে তারা মদ পান করেন। পরে তারা অসুস্থ হয়ে একে একে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি হন। এর মধ্যে সাজিদ, পাভেল ও ফাহিম মারা যান। আর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন আতিকুল (২২), সরুজ (২২) ও শান্ত (২৩) নামের চার বন্ধু। তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্র জানিয়েছে।

কুষ্টিয়ার জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) তাপস কুমার সরকার বলেন, বিষাক্ত মদ পান করে ৬ জন হাসপাতালে ভর্তি হন। এর মধ্যে দুজন মারা গেছে। বাকিদের চিকিৎসা চলছে। এর মধ্যে কয়েকজন গুরুতর অসুস্থ আছে।

কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা বলেন, রাফি হোমিও হল থেকে বন্ধুরা মিলে বিষাক্ত মদ কিনেছিল। জিজ্ঞাসাবাদের জন্য দোকানের মালিক রফিকুল ইসলামকে আটক করা হয়েছে। তার দোকান সিলগালা করে দিয়েছে প্রশাসন।

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ