আজকের শিরোনাম :

বোদায় বিষমুক্ত নিরাপদ সবজি উৎপাদনে মাঠ দিবস অনুষ্ঠিত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০১৯, ১৭:০৭

পঞ্চগড়ের বোদায় বিষমুক্ত নিরাপদ সবজি উৎপাদনে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার বিকেলে উপজেলায় পরিবেশ বান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন প্রকল্পের আওতায় চন্দনবাড়ী ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামে স্থাপিত জৈব কৃষি ও জৈবিক বালাই ব্যবস্থাপনা প্রদশর্ণীর এক মাঠ দিবস অনুষ্ঠিত হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পঞ্চগড় এর উপ-পরিচালক মোঃ আবু হানিফ এর সভাপতিত্বে মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উক্ত প্রকল্পের পরিচালক মোঃ আহসানুল হক চৌধুরী।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উক্ত প্রকল্পের এপিডি মোঃ শরিফ উদ্দিন আহমেদ, আইপিএম স্পেশালিষ্ট আরিফুর রহমান শাহিন, উপজেলা কৃষি অফিসার মোঃ আল মামুন অর রশিদ। এ সময় উপজেলা কৃষি সম্প্রসার অধিদপ্তরের এএইও, এসএপিপিও, এসএএও সহ প্রায় ১৫০ জন কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিষমুক্ত ও নিরাপদ সবজি উৎপাদনের উপর আলোচনা করা হয়। অনুষ্ঠান শেষে প্রকল্প পরিচালক সহ সকল অতিথিগণ বিষমুক্ত নিরাপদ সবজি বিক্রয় কর্নার ও কৃষকের মাঠে নিরাপদ উপায়ে উৎপাদিত সবজি প্রদশর্নী পরিদর্শন করেন।
 

 

এবিএন/মোঃ লিহাজ উদ্দীন মানিক/জসিম/বাবর

এই বিভাগের আরো সংবাদ