আজকের শিরোনাম :

চিরিরবন্দরে অটিজম এন্ড ডিজএ্যাবিলিটি বিষয়ক প্রশিক্ষণ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০১৯, ১১:২১ | আপডেট : ১২ ডিসেম্বর ২০১৯, ১১:২৩

রংপুর টিচার্স ট্রেনিং কলেজে অটিজম এন্ড নিউরো ডেভেলপমেন্টাল ডিজএ্যাবিলিটি বিষয়ক ৫ দিনব্যাপী অভিভাবক ও শিক্ষক প্রশিক্ষণ শুরু হয়েছে। 

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বাস্তবায়নে ন্যাশনাল একাডেমিক ফর অটিজম এন্ড নিউরো ডেভেলপমেন্টাল ডিজএ্যাবিলিটি শীর্ষক প্রকল্প এ প্রশিক্ষণের আয়োজন করে। 

গতকাল ১১ ডিসেম্বর বুধবার সকাল ৯টায় এ প্রশিক্ষণের উদ্বোধন করেন রংপুর টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আমজাদ হোসেন। 

এ সময় সহযোগী অধ্যাপক আবু জাফর মো. সেলিম, কোর্স কো-অর্ডিনেটর সহকারী অধ্যাপক মো. রাশেদুল হক, প্রভাষক সৈয়দা শাহানারা ডলি প্রমূখ বক্তব্য রাখেন। 

প্রশিক্ষণে দিনাজপুর জেলার চিরিরবন্দর, বীরগঞ্জ ও হাকিমপুর উপজেলার প্রধান শিক্ষক এবং অটিজম শিক্ষার্থীর অভিভাবকরা অংশগ্রহণ করেন। 

এবিএন/মো. রফিকুল ইসলাম/গালিব/জসিম

এই বিভাগের আরো সংবাদ