আজকের শিরোনাম :

শেরপুরে জোর পূর্বক গাছ কেটে নেওয়ায় থানায় অভিযোগ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০১৯, ২০:২৬

বগুড়ার শেরপুরের কানাইকান্দর গ্রামে বিক্রয়কৃত জমি থেকে জোরপূর্বক গাছ কেটে নেওয়ার ঘটনায় গত মঙ্গলবার রাতে শেরপুর থানায় ৮ জনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগে জানা যায়, উপজেলার শাহ বন্দেগী ইউনিয়নের কানাইকান্দর গ্রামের মৃত শাজাহান আলীর ছেলে ফার্নিচার ব্যবসায়ি মো. রফিকুল ইসলাম একই গ্রামের আলাউদ্দিন প্রামানিকের ছেলে মো. হাকিম প্রামানিকের কাছ থেকে গত মে মাসে বেশ কয়েকটি গাছসহ ৬ শতক জমি ক্রয় করেন। এরই এক পর্যায় হাকিম, ফেরদৌস ও তাদের লোকজন নিয়ে গত রোববার সকাল ৭ টার দিকে ওই জমিতে থাকা আড়াই লক্ষ টাকার ৫টি লিচু, ৪টি আম, ৩টি ইউক্যালেপ্টাস গাছ জোরপূর্বক কেটে নিয়ে যায়। এ ঘটনা নিয়ে জমির মালিক ফার্নিচার ব্যবসায়ি মো. রফিকুল ইসলাম বাদি হয়ে গত মঙ্গলবার রাতে শেরপুর থানায় ৮ জনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

এ প্রসঙ্গে শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ুন কবীর জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

 

এবিএন/শহিদুল ইসলাম শাওন/জসিম/বাবর

এই বিভাগের আরো সংবাদ