আজকের শিরোনাম :

গাইবান্ধায় পুষ্টি ও ভিটামিন সমৃদ্ধ সুগার ফ্রি বিষয়ক প্রশিক্ষণ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০১৯, ১৮:৪৮

ইন্টারন্যাশনাল পটেটো সেন্টার (সিআইপি)-এর সহায়তায়  গাইবান্ধায় ভিটামিন সমৃদ্ধ সুগার ফ্রি মিষ্টি আলু চাষ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার অনুষ্ঠিত হয়েছে। 

আজ বুধবার সকালে গণ উন্নয়ন কেন্দ্রের হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মাসুদুর রহমান প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিআইপি’র কান্ট্রি কো-অর্ডিনেটর দেবাশিস চন্দ্র, ফরিদ উদ্দিন, মনোয়ার হোসেন, ফারহানা ইব্রাহিম, সিনিয়র সাইনটিফিক অফিসার ড. আবদুল্লাহ আল মাহমুদ, জিইউকের সমন্বয়কারী আফতাব হোসেন। 

প্রশিক্ষণে গাইবান্ধা, কুড়িগ্রাম ও রংপুর জেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তা ও ভলান্টিয়াসহ ৩০ জন অংশগ্রহণ করে। প্রকল্পটির মাধ্যমে তিস্তা ও ব্র্রহ্মপুত্র নদের তীর সংলগ্ন ৫শ’ ৮৮ জন চাষীকে হলুদ মিষ্টি আলু চাষে সমৃক্ত করা হয়েছে। 

এবিএন/আরিফ উদ্দিন/জসিম/বিদ্যুৎ

এই বিভাগের আরো সংবাদ