আজকের শিরোনাম :

কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন: নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০১৯, ১৭:৫৮ | আপডেট : ১১ ডিসেম্বর ২০১৯, ২০:০৩

ঢাকার কেরানীগঞ্জে একটি প্লাস্টিক কারখানায় আগুন লেগেছে। আজ সন্ধ্যায় এই অগ্নিকাণ্ড ঘটেছে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে। 

এ অগ্নিকাণ্ডে অন্তত ২৫জন দগ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ এন্ড হসপিটালের বার্নি ইউনিটে ভর্তি হয়েছে বলে সূত্রে জানা গেছে। 

উদ্ধারকারী মো. জাহিদ সংবাদমাধ্যমকে জানান, আগুনে দগ্ধ হয়ে ২৮ জন ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে বেশিরভাগের অবস্থা আশঙ্কাজনক। দগ্ধের সংখ্যা আরও বাড়তে পারে।

এদিকে এ ঘটনার পরপরই ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে ছুটে এসেছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন। বর্তমানে তিনি সেখানে রয়েছেন।

এবিএন/মমিন/জসিম
 

এই বিভাগের আরো সংবাদ