আজকের শিরোনাম :

পাহাড়ের ভূমি সমস্যা সমাধানে

বান্দরবানে পার্বত্য ভূমি বিরোধ নিস্পত্তি কমিশনের সভা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ জুন ২০১৮, ১৬:১৬

বান্দরবান, ২৭ জুন, এবিনিউজ : পাহাড়ের ভূমি সমস্যা সমাধানে বান্দরবানে পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিস্পত্তি কমিশনের সভা হয়েছে। আজ বুধবার সকালে স্থানীয় সার্কিট হাউজ মিলনায়নে এ সভা অনুষ্ঠিত হয়। দীর্ঘ ৩ ঘন্টাব্যাপী চলা সভায় ভূমি কমিশনের জনবল সংকট, বিধিমালা সংশোধন এবং ভূমি বিরোধ নিস্পত্তির জমা পড়া আবেদনপত্র’গুলো যাচাই বাছাই নিয়ে আলাপ-আলোচনা হয়েছে।
পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিস্পত্তি কমিশনের চেয়ারম্যান সাবেক বিচারপতি আনোয়ারুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় সন্তু লারমা, রাঙামাটি চাকমা রাজা ব্যারিষ্টার দেবাশিষ রায়, খাগড়াছড়ি মং রাজা সাচিং প্রু চৌধুরী, বান্দরবানের বোমাং রাজা প্রকৌশলী উচপ্রু চৌধুরী, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান বৃষক্ষেত চাকমা, চট্টগ্রাম অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোমেনুর রশীদ আমিন উপস্থিত ছিলেন।
তবে নয় সদস্য বিশিষ্ট কমিটির মধ্যে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী সভায় উপস্থিত ছিলেননা।
বক্তাদের কাছে জানাগেছে, এ পর্যন্ত তিন পার্বত্য জেলায় ২২ হাজার ৮৮১টি আবেদন জমা পড়েছে। তারমধ্যে বান্দরবান জেলায়৬ হাজার ৫৬৮টি, রাঙামাটি জেলায় ৯ হাজার ৯৪০টি এবং খাগড়াছড়ি জেলায় ৮ হাজার ৩৭৩টি।
প্রসঙ্গত: গতবছরের ১৬ জানুয়ারী বান্দরবান সার্কিট হাউজে পূর্নগঠিত ভূমি কমিশনের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছিল।

 

এবিএন/মোহাম্মদ আব্দুর রহিম/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ